ঈদুল ফিতর সামনে রেখে গত মঙ্গল ও গতকাল বুধবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ২৯ লাখ ৯২৩ জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন, যার মধ্যে গত মঙ্গলবার ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং গতকাল বুধবার ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন।
আজ বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
মঙ্গলবার ঢাকা ছাড়া মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ২৯৫ জন গ্রামীণফোন, ৩ লাখ ২ হাজার ২৮৪ জন রবি ব্যবহারকারী, ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ জন বাংলালিংক ব্যবহারকারী এবং ১৮ হাজার ১৯০ জন টেলিটক ব্যবহারকারী।
বুধবার ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৮৭৮ জন গ্রামীণফোন, ৪ লাখ ১৬ হাজার ৯৫৫ জন রবি ব্যবহারকারী, ৬ লাখ ৫৮ হাজার ২৫২ জন বাংলালিংক ব্যবহারকারী এবং ১৭ হাজার ৫৬০ জন টেলিটক ব্যবহারকারী।
এদিকে মঙ্গলবার ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন সিম গ্রাহক ঢাকায় ফিরেছেন। আর বুধবার ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৫২২ জন। দুই দিনে ঢাকায় ফিরেছেন ১৩ লাখ ৩০৫ জন।