Ajker Patrika
হোম > জাতীয়

রাশিয়া বাংলাদেশের সঙ্গে গভীরতর সম্পর্ক চায়: লাভরভ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাশিয়া বাংলাদেশের সঙ্গে গভীরতর সম্পর্ক চায়: লাভরভ

রাশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে চায়। সব ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো ছাড়াও সম্পর্ক গভীরতর করার পদ্ধতি কী হবে, তা নিয়ে দুই দেশ কাজ করবে। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেছেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে লাভরভ এই মন্তব্য করেন।

রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে, তখন লাভরভের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

দুই মন্ত্রীর আলোচনায় রাশিয়ার প্রযুক্তি ও অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হালচাল, দেশটি থেকে এলএনজি আমদানিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং রোহিঙ্গা-সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় স্থান পেয়েছে।

লাভরভ ব্রিফিংয়ে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে। নির্ধারিত সময়ে শেষ হবে। এই কেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান আগামী অক্টোবরে বাংলাদেশে পৌঁছাবে।

দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ভারতের পর বাংলাদেশকে রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার হিসেবে উল্লেখ করে লাভরভ বলেন, ২০২২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৩০০ কোটি ডলারের। কী করে বাণিজ্য বাড়ানো যায়, তা নিয়ে দুই দেশের মধ্যকার আন্তসরকার কমিশন খতিয়ে দেখবে।

রাশিয়ার প্রতিষ্ঠান গাজপ্রম বাংলাদেশে গ্যাসের ২০টি কূপ খনন করেছে উল্লেখ করে লাভরভ বলেন, খননকাজ চলতে থাকবে।

মার্কিন নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের সঙ্গে সরবরাহব্যবস্থা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করেন রুশ মন্ত্রী।

লাভরভ বলেন, দুই দেশ নিজেদের মুদ্রায় কী করে লেনদেন শুরু করতে পারে, সে বিষয়ে আলোচনা চলছে। 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরানোর ক্ষেত্রে রাশিয়াকে ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়েছে। এর বাইরে রাশিয়াকে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে বলা হয়েছে। দেশটি থেকে এলএনজি, গম ও সার আমদানি এবং বাংলাদেশ থেকে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা চাওয়া হয়েছে।

ভারতের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের বিষয়ও আলোচনায় স্থান পায় বলে এই কূটনীতিক জানান।

রোহিঙ্গা বিষয়ে লাভরভ বলেন, তাদের ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, তার প্রতি রাশিয়ার সমর্থন আছে। বাইরের অন্য শক্তিগুলো বড়জোর ফেরার অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে, যেমনটি রাশিয়া করছে।

মিয়ানমারের নাম উল্লেখ না করে লাভরভ বলেন, কিছু বিদেশি শক্তি একটি দেশের ওপর রোহিঙ্গা বিষয়ে যে চাপ সৃষ্টি করে চলেছে, তা গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সরকার অনুরোধ করায় এখানকার শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো হবে বলে তিনি জানান। 

রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় কোনো স্মারক অথবা চুক্তি সই হয়নি। 

কমবেশি ১৬ ঘণ্টার সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে জাকার্তা থেকে ঢাকায় পৌঁছান। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর। 

লাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

দলগুলোর সঙ্গে সংলাপ আগামী সপ্তাহ থেকে

নিরাপত্তা নেই শিশুর, ৮ বছরে ধর্ষণের শিকার প্রায় ৫ হাজার

পুলিশের সহযোগী ফোর্স ঘিরে হয়রানির আশঙ্কা

ঈদযাত্রায় যানজটের শঙ্কা মহাসড়কের ১৫৯ স্থানে

মব জাস্টিস নিয়ে কঠোর অবস্থানে সরকার

এনআইডি স্বরাষ্ট্রকে দেবে না ইসি, সরকারকে চিঠি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেদ্দায় তৌহিদ হোসেনের বৈঠক

ঈদ ঘিরে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন, শতভাগ টিকিট অনলাইনে

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে