হোম > জাতীয়

যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে। এগুলো সুশাসন ও উন্নয়নের অন্তরায়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। একে আন্দোলনে পরিণত করতে হবে। 

আজ মঙ্গলবার সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণীর ঘোষণা এবং তা প্রকাশ সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে এই রিটের শুনানি হয়। 

হাইকোর্ট বলেন, ‘ভারতে সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী সংক্রান্ত আইন আছে। চাকরিতে যোগ দেওয়া এবং অবসরে যাওয়ার সময় হিসাব দিতে হয়। দুই হিসাবের মধ্যে ১০ শতাংশের বেশি পার্থক্য হলেই মামলা হয়। আমাদের এখানে অনেকেই অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন। যেটা বাঞ্ছনীয় নয়।’ 

শুনানিতে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেছেন, ‘রুলস অনুযায়ী অনুমতি ছাড়া ভবনও করা যায় না, অথচ তাঁরা রিসোর্ট করছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয় জনগণের করের টাকা থেকে। রাজস্বের ৪৩ শতাংশ খরচ করা হয় তাঁদের বেতন-ভাতা বাবদ। তাহলে আমাদের কেন জানার অধিকার থাকবে না তাঁদের কী সম্পদ আছে?’ 

তিনি আরও বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বেনজীর-মতিউরদের মতো শীর্ষ পদধারীদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তাঁরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবেন নাকি তাঁদের সম্পদ রক্ষা করবেন? 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য যা যা করা দরকার তা করতে হবে।

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

২২ কোটি টাকার অবৈধ সম্পদ: আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর