হোম > জাতীয়

পদ্মাসেতুর পিলারে ফেরির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মাসেতুর পিলারে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বিভিন্ন গণমাধ্যমে পদ্মাসেতুর পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার খবর দেখে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। 

তবে ভিডিওতে ধাক্কা লাগতে দেখা যাওয়ায় সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দেন মন্ত্রী। এখানে কোন ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের আঘাত আর না হয় সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ারও নিদর্শনা দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, বিষয়টি কোন ভাবেই হালকা ভাবে নিলে চলবে না। 

মন্ত্রী বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। এ নিয়ে তখন মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি। সেই লোকেরা এখন এখানে জড়িত কিনা, কোন ষড়যন্ত্র আছে কিনা তা বের করতে অবশ্যই তদন্ত করা হবে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি সেতু দিয়ে পাটুরিয়া যাওয়ার পূর্ব অনুমতি ছিল কিনা তাও তদন্ত করে দেখার নির্দেশ দেন সেতুমন্ত্রী। 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা