হোম > জাতীয়

শুক্রবার বিদ্যুৎহীন থাকবে সচিবালয়ের ৭ ভবন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

বৈদ্যুতিক উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল ২৫ এপ্রিল শুক্রবার সচিবালয়ের সাতটি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

বৈদ্যুতিক উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণকাজের কারণে শুক্রবার সচিবালয়ের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৯ নম্বর ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে গণপূর্তের সচিবালয়ের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের এক নোটিশে জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে তারা।

উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের নোটিশ পাওয়ার পর মন্ত্রণালয় ও বিভাগগুলো আলাদা অফিস আদেশে তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানিয়ে দিয়েছে। কারণ, সরকারি অফিসে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও জরুরি প্রয়োজনে অনেক সময় বন্ধের দিনেও অফিস খোলা রাখা হয়। এ জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকার তথ্য সবাইকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

কি-পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) হিসেবে সচিবালয়ে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিকল্প ব্যবস্থা রাখা আছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কেপিআই হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া আছে।

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ