নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠনে থানার কার্যক্রম শুরুর চেষ্টা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টির কার্যক্রম শুরু হয়েছে। আর পাঁচটি থানার কার্যক্রম শুরু হওয়া বাকি রয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, পাঁচটি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে দুই-তিন দিনের মধ্যে এই পাঁচটি থানারও কার্যক্রম শুরু করা সম্ভব হবে।