এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বন্ধের পর আজ বুধবার পর্যন্ত ঢাকা থেকে আর কোনো ট্রেন চলাচল করেনি।
রেলসূত্র বলছে, আন্দোলনের মধ্যে চলা সহিংসতার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে আজ (বুধবার) রাজধানীর কমলাপুর স্টেশনমাস্টার শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেন চলাচলের বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও জয়দেবপুর ট্রেন চলাচল করবে। এগুলো লোকাল ও কমিউটার ট্রেন।’
তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসন থেকে নির্দেশনা নিয়ে বাকিগুলো হয়তো চালু হতে পারে।’