হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি কার্যাকর করার ফলে বাংলাদেশ পুলিশ ইমেজ সংকটে পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ভিসা নীতিতে পুলিশ ইমেজ সংকটে পড়বে না বলে আমি মনে করছি।’ আজ সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নির্বাচন ঘিরে অস্ত্র প্রদর্শন হচ্ছে। তবে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না—এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘যখনই কোনো অস্ত্র প্রদর্শন করে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করি। জাতীয় নির্বাচনের আগে আমরা সেটা যথাযথভাবে পালন করতে পারব।’ 

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এটা আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে এটা বলতে চাচ্ছি না।’ 

তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীল মারা গেছেন। মাঝেমধ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং পুলিশও অপরাধে জড়াচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের সদস্যরা জড়িত থাকলে ব্যবস্থা হচ্ছে। তাঁকেও আমরা ছাড় দিই না। কোনো ঘটনা সংঘটিত হলে আমরা তদন্ত কমিটি করে ব্যবস্থা নিচ্ছি।’ 

অস্ত্র, শীর্ষ সন্ত্রাসীদের সংঘাতের জায়গা বাড়ছে। সাধারণ মানুষ মরছে। তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এমন প্রশ্নে পুলিশপ্রধান বলেন, ‘আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে। যেকোনো ঘটনা যখনই সংঘটিত হচ্ছে, সে বিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এর আগেও নিয়েছি এখনো নিচ্ছি। সবাইকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যেই হোক তাঁর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

আরেক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘নির্বাচনকালে যে দায়িত্ব আমাদের দেওয়া হবে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব।’

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা