হজযাত্রীদের উন্নত আবাসনের জন্য আন্তমন্ত্রণালয় কমিটির মাধ্যমে আরবের মক্কা ও মদিনায় ভালো মানের বাড়ি ভাড়া করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
হজযাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ই-হেলথ প্রোফাইল প্রবর্তন করেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘সৌদি আরবে অসুস্থ হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে সেবা প্রদানে কিউ ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে। হজযাত্রীগণ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সৌদি ই-ভিসা সিস্টেমের মাধ্যমে আবেদন করে ভিসা সংগ্রহ করতে পারছেন। মক্কা রোড সার্ভিসের আওতায় বাংলাদেশি হজযাত্রীগণ এ বছর থেকে শতভাগ ইমিগ্রেশন ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন করতে পারবেন ফলে জেদ্দা হজ টার্মিনালে দীর্ঘ অপেক্ষা দূর হবে।’
শেখ হাসিনা বলেন, ‘হজ ফ্লাইট ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের মাধ্যমে ফ্লাইট বিপর্যয় রোধ করা সম্ভব হচ্ছে। হজযাত্রীদের লাগেজ হারানো এবং এবিষয়ক অব্যবস্থাপনা আমরা দূর করেছি। প্রত্যেক হজযাত্রীকে এসএমএসের মাধ্যমে হজবিষয়ক নোটিফিকেশন প্রদান করা হচ্ছে। এ ছাড়া রয়েছে হজবিষয়ক কলসেন্টার ১৬১৩৬।’
‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ প্রণয়নের ফলে হজ কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়ম ও অসদাচরণের অভিযোগের প্রতিকার সহজ হচ্ছে। হজযাত্রীদের প্রতারণা ও হয়রানি করেছে এমন এজেন্সিসমূহের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত, আর্থিক জরিমানাসহ বিভিন্ন ফৌজদারি শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।