হোম > জাতীয়

১২ কেজির এলপিজির দাম কমে ১৪৫০ টাকা

ফাইল ছবি

রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের তুলনায় ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্যাসের এই নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

বিইআরসির নতুন ঘোষণায় বেসরকারি কোম্পানির এলপি গ্যাসের দাম কমানো হলেও, সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

আমদানিনির্ভর এলপিজির আন্তর্জাতিক দর কমে যাওয়ায় দেশেও পণ্যটির মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে জানুয়ারি মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়।

প্রথমে ২ জানুয়ারি, পরে ভ্যাট বেড়ে যাওয়ায় সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আবার ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল।

আমদানিনির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়।

ওই আদেশে বলা হয়, সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে, কখনোই সংস্থাটির নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ