হোম > জাতীয়

অধ্যাদেশের খসড়া যাচাই না করে উত্থাপন নয়, প্রধান উপদেষ্টার নির্দেশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটির মাধ্যমে যাচাই-বাছাই না করে নতুন অধ্যাদেশ এবং সংশোধিত আইনের খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের আইন অনুবিভাগ এক অফিস আদেশে সব সচিবকে বিষয়টি জানিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

আইনের খসড়া যাচাই-বাছাই করে মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করার লক্ষ্যে ২০১৮ সালের ৭ মার্চ আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পর থেকে নতুন আইনের খসড়া এবং কোনো আইন সংশোধন করার আগে তার খসড়া এই কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে মন্ত্রিসভা বৈঠকে তোলা হতো। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটিতে না পাঠিয়ে সরাসরি উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে আইন অনুবিভাগের অফিস আদেশে বলা হয়েছে, সচিবালয় নির্দেশমালা অনুযায়ী আইন প্রণয়নের যেকোনো উদ্যোগ মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের সভায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া যাচাই-বাছাইসংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের মেয়াদে মন্ত্রণালয়-বিভাগের আইন ও অধ্যাদেশ প্রণয়নের প্রয়োজনীয়তা থাকলে তা মন্ত্রিপরিষদ বিভাগের খসড়া পরীক্ষা-নিরীক্ষাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনের জন্য ১৮ নভেম্বর প্রধান উপদেষ্টা অনুশাসন দেন।

২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সব আইন ও অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটির মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে অফিস আদেশে জানানো হয়েছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ