Ajker Patrika
হোম > জাতীয়

আওয়ামী লীগ নেতা-কর্মীরা কীভাবে পালিয়েছেন, জানে না বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ নেতা-কর্মীরা কীভাবে পালিয়েছেন, জানে না বিজিবি

আন্দোলনকারীদের ওপর হামলা করা তালিকাভুক্ত ২২ ব্যক্তিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। তবে এর বাইরে সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী পালিয়েছেন। কিন্তু তাঁরা কীভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন, সে বিষয়ে জানে না বিজিবি। বাহিনীটি বলছে, সীমান্ত দিয়ে পালিয়ে গেলে সব দায় শুধু তাদের হবে কেন? 

আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে। তবে শুধু কী বিজিবিই দায়বদ্ধ? 

তবে বিজিবি জানিয়েছে, কোন সীমান্ত দিয়ে কে পালিয়েছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ তদন্তে কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তাঁরা পালিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে। 

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘গত ৬ আগস্ট থেকে সব গণমাধ্যমে যে স্ক্রল দেখেছেন, সীমান্ত পথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন, এই নির্দেশনা কেউ বিজিবিকে দেয়নি। নিজ উদ্যোগে করেছি। তখন থেকে আমরা চেষ্টা করছি। তথ্য দেওয়ার যেসব সংস্থা আছে, তারাও যদি তথ্য দেয়, তাহলে কাজটা সহজ হয়।’ 

আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সবাই কি পালিয়ে গেছে? আমার মনে হয় না। জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন। মাদক কারবারি বদিকে ধরার জন্য বেশ কটি অভিযান পরিচালনা করেছে বিজিবি। শোনা গেল তিনি ট্রলারে করে মিয়ানমার গেছেন। কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে। এ রকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্যদিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে।’ 

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কাছেও তথ্য থাকে। বিজিবিকে জানান আপনারা। আমরা ব্যবস্থা নেব। আমরা পালানো রোধে বদ্ধপরিকর।’

এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হলো কেন

জাতিসংঘ মহাসচিব আসছেন ১৩ মার্চ

ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

স্ত্রী-কন্যাসহ সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিচারপতিদের অবমূল্যায়ন, বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত

এনআইডি ইস্যুতে সরকারের কাছে জোরালো অবস্থান তুলে ধরা হবে: সিইসি

ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে রুট পারমিট বাতিল: নৌ উপদেষ্টা