দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝিনাইদহ-১ আসনের ফলাফলের গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক বেঞ্চ দুই মাসের জন্য গেজেট স্থগিত করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মজিবুর রহমান। এর আগে ভোট গ্রহণ ও গণনায় অনিয়মের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের গেজেট স্থগিত চেয়ে আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ১৭১টি কেন্দ্রের ভোট গণনা শেষে নৌকা প্রতীকের আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়।
আইনজীবী মজিবুর রহমান বলেন, এই আদেশের ফলে আব্দুল হাই এমপি হিসেবে এখন থেকে কোনো কাজ করতে পারবেন না।
নজরুল ইসলাম দুলাল বিশ্বাস বলেন, সাড়ে চারটার সময় ঘোষণা করা হয় আমার ৮০ হাজার ৫৬৭ ভোট আর তার (নৌকার) ছিল ৬৫ হাজার ভোট। পরদিন ২৮ হাজার ভোট যোগ করে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
নজরুল ইসলাম দুলাল বিশ্বাস ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আর আব্দুল হাই জেলা আওয়ামী লীগের সভাপতি।