Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে উদ্বেগ রয়েছে ইইউ’র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে উদ্বেগ রয়েছে ইইউ’র

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বা আরএমজি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ইইউ’র বাংলাদেশের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আগামী বছরে দুই পক্ষের আসন্ন রাজনৈতিক সংলাপের জন্য অপেক্ষার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উন্নয়ন এবং বাণিজ্যিক অংশীদার হিসেবে বিশেষ করে করোনার সময়ে বাংলাদেশের প্রতি ইইউ’র ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময়ে তারা ইউরোপের বিভিন্ন অংশে করোনার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জিএসপির খসড়া নীতিমালায় ছাড় দেওয়ার জন্য ইইউ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কিছু ধারা নিয়ে উদ্বেগ রয়েছে। ইইউ’র প্রধান কার্যালয় ব্রাসেলসে এ বিষয়টি নিয়ে আরও পর্যবেক্ষণ করা হবে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু নিয়ে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। আঞ্চলিক জল বিদ্যুৎ প্রকল্প ও পাশাপাশি অন্যান্য সৌর বিদ্যুতের আঞ্চলিক কানেকটিভিটি প্রকল্পে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতার জন্য উৎসাহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশকে ‘ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ’তে করা পরামর্শগুলো বাস্তবায়নে গঠনমূলক অংশগ্রহণের জন্য ইইউকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে শ্রম অধিকার এবং অভিবাসনের মত উদ্বেগের বিষয়গুলোতে আলোচনা হয়। এ ছাড়া সামনের বছরে আসন্ন দ্বিপক্ষীয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সংক্ষিপ্তভাবে তুলে ধরেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। 

জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ফলকার তুর্ক

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদক পেলেন সেনাপ্রধান

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন হচ্ছে: শ্রম উপদেষ্টা

এবার স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু