সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমুসহ চারজনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের অভিযোগ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, দুদকের গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) কমিশন সভায় অভিযুক্তদের দুর্নীতি অনুসন্ধানের সুপারিশ করা হয়। কমিশন সভায় তাঁদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমির হোসেন আমু ছাড়াও অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন—কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতি করেছেন। ঠিকাদারের সঙ্গে যোগসাজশে নিজ সংসদীয় আসন ও সিটি করপোরেশন এলাকায় আর্থিক অনিয়ম করেছেন, যা দুদকের গোয়েন্দা অনুসন্ধানে সঠিক হিসেবে পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
গত ১৮ আগস্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে।
এরপর গত ২৬ সেপ্টেম্বর আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসীন বাহার সূচনাসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়।