বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি ও অর্থপাচারের মামলায় ব্যাংকটির চার কর্মকর্তাকে আত্মসমর্পণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এর আগে বেসিক ব্যাংকের হেড অফিসের এজিএম সাদিয়া আক্তার শাহীন ২০ মামলায় ও জালাল উদ্দিন ১৮ মামলায়, গুলশান শাখার এজিএম রুমানা আহাদ ১৩ মামলায় এবং মতিঝিল লোকাল অফিসের এজিএম এ এস এম আনিসুর রহমান ১৮ মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ আগস্ট হাইকোর্ট চারজনকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। পরে দুদক ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। চার কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাছুম।