মেয়াদ শেষে আর পদে থাকতে পারবেন না জেলা পরিষদের চেয়ারম্যানরা। জেলা পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ার পর কোনো কারণে সেখানে নির্বাচন করা না গেলে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এমন বিধান রেখে জেলা পরিষদ আইনের সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পৌরসভার মেয়রদের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন করা না গেলে সেখানেও প্রশাসক নিয়োগের বিধান করেছে সরকার। এত দিন এসব জায়গায় কোনো কারণে নির্বাচন করা না গেলে আগের জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকতেন।