Ajker Patrika
হোম > জাতীয়

হাইকমিশনে গিয়ে মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

হাইকমিশনে গিয়ে মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ভারতীয় হাইকমিশনে মনমোহন সিংয়ের জন্য খোলা শোক বইয়ে স্মৃতিচারণ করেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত ভারতের প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও মনমোহন সিংয়ের জন্য শোকবার্তা লেখেন।

ভারত দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করে সাত দিনের শোক পালন করছে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বারিধারায় অবস্থিত হাইকমিশনে বেলা ১১.৩০টায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে কাটানো স্মৃতিচারণ করেন।

মনমোহন সিংয়ের সঙ্গে নিজের বন্ধুত্বের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, ‘তিনি কত সরল ছিলেন! কত প্রজ্ঞাবান ছিলেন!’ তিনি আরও বলেন, মনমোহন সিং ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক মহাশক্তিতে পরিণত করতে বড় ভূমিকা পালন করেছেন।

নাগরিকত্ব ছাড়লে এনআইডি বাতিল, ভোটও থাকবে না

কী কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ইউনূস-মোদি বৈঠক আগামীকাল

মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

বিমসটেকের নৈশভোজে পাশাপাশি চেয়ারে মোদি ও ইউনূস

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন

ট্রেনের ছাদে ভ্রমণে বিরত থাকতে অনুরোধ রেল মন্ত্রণালয়ের