নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, কবির বিন আনোয়ারের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৪৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্যদিকে তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে কবির বিন আনোয়ারকেও। তৌফিকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তাঁর ৬টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
উভয়ের ১৫টি ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। আর ৭ কোটি ৩৮ লাখ টাকার বেশির অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।
গত বছরের ২৬ আগস্ট কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক।