নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশ ও ছাত্রলীগের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলের পর থেকে এই ওয়েবসাইট দুটোতে প্রবেশ করা যাচ্ছে না। ‘দ্য রেজিস্টেন্স’ নামের একটি হ্যাকার সাইট থেকে এ কাজটি করা হয়েছে।
দলীয় ওয়েবসাইট হ্যাকের বিষয়ে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কয়েক দিন যাবৎ বিএনপি-জামায়াতের সাইবার সেলের লোকজন আমাদের ব্যক্তিগত ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করছে। আজ দেখলাম আমাদের ওয়েবসাইট হ্যাক করেছে। তবে আমরা রিকভার করার চেষ্টা করছি।’