Ajker Patrika
হোম > জাতীয়

কঙ্গো ও মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফ করলেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঙ্গো ও মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফ করলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী আফ্রিকার দেশ কঙ্গো ও মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান আজ রোববার বিমানবাহিনী ঘাঁটি বাশার-এ কঙ্গো ও মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফ করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। 

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের শৃঙ্খলা, সততা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। তিনি করোনাভাইরাসের বিস্তার রোধ এবং এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি কন্টিনজেন্টে (ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) সর্বমোট বিমানবাহিনীর ২৪৬ জন সদস্যসহ ছয়টি এমআই সিরিজ হেলিকপ্টার ও একটি সি-১৩০ পরিবহন বিমান এবং মালি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কন্টিনজেন্টে (এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট) সর্বমোট ১১০ জন বিমানবাহিনীর সদস্যসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই

সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে

লাইসেন্স ছাড়াই ৩৫ হাজার মোটরযান মেরামত কারখানা

সৈয়দ জামিল আহমেদের বিবৃতির উত্তরে যা বলল সংস্কৃতি মন্ত্রণালয়

আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন: অমর্ত্য সেন

বিদ্যুতের অপচয় কমাতে সকলের সহযোগিতা চান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা