হোম > জাতীয়

বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান আহমেদ শামীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজীকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া আরও ১৩ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলামকে ভূমি আপিল বোর্ডের সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানকে এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪), মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. গোলাম ফারুককে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব অসীম কুমার দে-কে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য এবং কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবুল ইসলামকে পরিকল্পনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তাঁকে ওই বিভাগে সংযুক্ত করা হয়েছে। 

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারকে শিল্প মন্ত্রণালয়ে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নবিরুল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগে, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মো. নজরুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন খানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার পদে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়া অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহমদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, আবাসন পরিদপ্তরের পরিচালক মো. মমতাজ উদ্দিনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. আমজাদ হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। 

ইফা ডিজি থাকছেন মুশফিকুর
অতিরিক্ত সচিব মো. মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) হিসেবে রেখে দিচ্ছে সরকার। গত ১১ অক্টোবর মুশফিকুরকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছিল। সোমবার সেই প্রজ্ঞাপন বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে আগের পদেই থাকছেন মুশফিকুর রহমান।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা