হোম > জাতীয়

পুলিশের ১৬ কর্মকর্তাকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওএসডি) ৬৪ জনকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে ওএসডি হয়েছেন একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। তাদের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। এ ছাড়া পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।

এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকা ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এস এম এমরান হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মান্নান মিয়া, মাসুদ আহাম্মদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান, মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদ, মিশুক চাকমা, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এস এম মুরাদ আলি, মো. জাহিদুল হক তালুকদার, সুমন দেব, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন, বিএমপির উপ-পুলিশ কমিশনার এস. এম তানভীর আরাফাত, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

অপর এক প্রজ্ঞাপনে, একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

সেকশন