হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানের মামলা বাণিজ্যে পুলিশ, এক এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস। ছবি: আজকের পত্রিকা

জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামিদের হয়রানি ও মামলা বাণিজ্যে জড়িত থাকায় আদাবর থানার এক উপ–পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে প্রত্যাহার করা হয়। শাহিন পারভেজ নামে ওই এসআই এর আগে সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই অভ্যুত্থানের মামলা বাণিজ্যে পুলিশও জড়িত। আমার লোক (পুলিশ) যে সব ভালো তা বলব না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি গতকাল একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যিনি আমার লোক, এই কাজে লিপ্ত ছিল।

ডিএমপি কমিশনারের বক্তব্যের পর খোঁজ নিয়ে জানা যায়, ডিএমপি কমিশনারের নির্দেশে আদাবর থানার এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, গতকাল রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। তাঁকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপিতে বদলি হয়ে আসা শাহিন পারভেজকে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করেন তিনি। ভুক্তভোগী বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানালে তাঁকে প্রত্যাহার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে।

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

সেকশন