Ajker Patrika
হোম > জাতীয়

নোবেলজয়ীদের বিবৃতি ষড়যন্ত্র কি না খতিয়ে দেখার আহ্বান ১৩ সাংস্কৃতিক সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেলজয়ীদের বিবৃতি ষড়যন্ত্র কি না খতিয়ে দেখার আহ্বান ১৩ সাংস্কৃতিক সংগঠনের

নোবেলজয়ীসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি এক বিবৃতিতে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিতের যে আহ্বান জানিয়েছেন সেটি অগ্রহণযোগ্য। এটি একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

দেশের ১৩টি জাতীয় সাংস্কৃতিক সংগঠন এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছে। তাঁরা ‘এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের’ প্রতিবাদ জানিয়েছেন। 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ড. ইউনূসের বিরুদ্ধে তাঁরই প্রতিষ্ঠানের শ্রমিক–কর্মচারী কর্তৃক দায়েরকৃত মামলার কার্যক্রম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন বিদেশি ১৬০ বিশিষ্ট ব্যক্তি। তাঁদের এ আহ্বান আইনের শাসন এবং একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। আমরা তাঁদের এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের প্রতিবাদ জানাই। 

বিবৃতিতে বলা হয়েছে, বিবৃতি দাতাদের এখন দায়িত্ব হচ্ছে ড. ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত ১৬৮টি মামলায় আইনের কোন কোন ধারা লঙ্ঘন করে দেশের সর্বোচ্চ আদালত তাঁকে অন্যায়ভাবে অপদস্থ করছেন তা তুলে ধরা। তাঁরা তা করতে ব্যর্থ হলে ধরে নেওয়াই যুক্তিযুক্ত হবে যে, বিবৃতিদাতারা প্রকৃত সত্য না জেনে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। 

 ১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের কাছে দাবি জানিয়েছে। 

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো—
১. সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৮. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৯. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ
১০. অভিনয় শিল্পী সংঘ
১১. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
১২. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১৩. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

রাজধানীতে ছিঁচকে চোর বেড়েছে, তা থেকেই মবের ঘটনা ঘটছে: স্বরাষ্ট্রসচিব

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিয়োগের পথ খুলল প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই