Ajker Patrika
হোম > জাতীয়

পুলিশের ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি, তাঁরা সন্ত্রাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশের ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি, তাঁরা সন্ত্রাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের পর পুলিশের ১৮৭ কর্মকর্তা এখনো বাহিনীতে যোগদান করেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ‘তাঁরা আর পুলিশ নন, তাঁরা সন্ত্রাসী। তাঁদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।’ 

আজ শনিবার দুপুরে রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে মেধার বাইরে কেউ দলীয় বিবেচনায় বিসিএস কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছর ধরে নিয়োগ হয়েছে। কিছু মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু যাঁরা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাঁকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই জানিয়ে তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকেরা তাঁকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। 

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুখীদের তালিকায় বাংলাদেশের পতন

জাতীয় ঐকমত্য গঠনে সংলাপ শুরু

ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়ছেন ডিসি-ইউএনওরা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের: প্রধান উপদেষ্টা

বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক ধর্ষণ নয়, প্রতারণা

র‍্যাব-এনটিএমসি বিলুপ্ত ও ডিজিএফআইয়ের কার্যক্রম সীমাবদ্ধ করতে হবে: টিআইবি

বিদ্যুৎ ভবনে বিএনপি ও আ. লীগের সিবিএ নেতাদের পাল্টাপাল্টি ধাওয়া, মাথা ফেটেছে একজনের

সংস্কার কমিশনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব নেই: ড. দেবপ্রিয়

আমির হোসেন আমুর বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

সাদ মুসা গ্রুপের মালিকসহ ১১ জনের নামে মামলা