Ajker Patrika
হোম > জাতীয়

নগদে প্রশাসকের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা

অনলাইন ডেস্ক

নগদে প্রশাসকের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা
বাংলাদেশ ব্যাংকের বিধি মেনেই পরিচালিত হচ্ছে নগদ। ছবি: সংগৃহীত

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এ বাংলাদেশ ব্যাংক নিয়োগকৃত প্রশাসকের সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আজ বৃহস্পতিবার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নগদ লিমিটেডের শেয়ার হোল্ডারদের পক্ষের আইনজীবী আবুল কালাম খান দাউদ।

আবুল কালাম খান দাউদ আজকের পত্রিকাকে বলেন, আদালত বলেছেন ৩০ জানুয়ারির মধ্যে তাঁরা এ বিষয়ে চূড়ান্ত রায় দেবেন। তবে তার আগ পর্যন্ত নগদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসকের সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বলবৎ থাকবে। এর ফলে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত প্রশাসক ও তার দল নগদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকম কার্যক্রম করতে পারবেন না।

গত ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক এক বছরের জন্য ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদে’ প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সেই সঙ্গে তাঁকে সহযোগিতার জন্য নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আরও ছয় কর্মকর্তাকে নিয়োগ করা হয়। ওই দিন নগদের আগের পর্ষদও ভেঙে দেওয়া হয়।

এদিকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট ২ জানুয়ারি পর্যন্ত নগদে প্রশাসকের সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থার আদেশ দিয়েছিলেন।

তাপপ্রবাহ থেকে ধান রক্ষায় আগাম সতর্কবার্তা

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার টন খাদ্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

হাসিনার বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে: চিফ প্রসিকিউটর

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে: তথ্য উপদেষ্টা

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার