Ajker Patrika
হোম > জাতীয়

রাতে আসছে সিনোফার্মের ৩০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাতে আসছে সিনোফার্মের ৩০ লাখ টিকা

চতুর্থ দফায় চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসছে। আজ বৃহস্পতিবার রাত ১০ টা, ১টা ও ৩টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছার কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান টিকার আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাঈদুল ইসলাম জানান, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো আসার কথা রয়েছে। তবে টিকাগুলো গ্রহণকালে সরকারের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কেউ উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

চীনের সঙ্গে দেড় কোটি ডোজ টিকার কেনার চুক্তি করেছে সরকার। এর আগে দুই দফায় ২০ লাখ করে টিকার ৪০ লাখ টিকা এসেছে। এ ছাড়া উপহার হিসেবে এসেছে আরও ১১ লাখ টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, কেনা ও বিভিন্ন মাধ্যমে উপহার মিলে এখন পর্যন্ত ২ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে চীনের ৫১ লাখ ছাড়াও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে চলতি মডার্নার ৫৫ লাখ, ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এবং অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ। এ ছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ডের টিকা এসেছে ১ কোটি ৩ লাখ।

আগামী বছরের শুরুর দিকের মধ্যে ২১ কোটি টিকা পাওয়ার আশা করছে সরকার। তারই অংশ হিসেবে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

টিকা পাওয়ার নিশ্চয়তায় আগামী মাসে ১ কোটি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী দৈনিক গড়ে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষকে টিকা দিতে হবে।

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

পাথর না থাকায় ঝুঁকিতে রেলপথ

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা