নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই নিজের পরিচয় দিয়ে কাউকে আটক বা গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে আজ একটি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছেন, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষ থেকে গণমাধ্যমে এ বার্তা পাঠানো হয়েছে।