হোম > জাতীয়

যমুনা ব্যাংক কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। তাঁর আবেদন থেকে জানা যায়, ৯টি ব্যাংক হিসাবে প্রশান্ত কুমার দাসের ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা রয়েছে।

আবেদনে আরও বলা হয়, প্রশান্ত কুমার দাস যশোর জেলার মনিরামপুরের পাড়ালা খাটুয়াডাঙ্গার বাসিন্দা। তিনি যমুনা ব্যাংকে চাকরি করাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। ব্যাংকের চাকরি ছাড়া অন্য কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনি ১০ কোটি টাকা লেনদেন করেছেন। এ ছাড়া হুন্ডি ব্যবসায় জড়িত থেকে ভারতে অর্থ পাচার করেছেন। নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর দুদক অনুসন্ধান করছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, ব্যাংকে গচ্ছিত তাঁর টাকা তিনি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ও অনুসন্ধানকাজ সুষ্ঠুভাবে করার জন্য তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

আরও সাত প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও আ.লীগ নেতাদের নাম বাদ

জুলাই অভ্যুত্থানে আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আপ্লুত লন্ডনের সার্জনরা

গুলশানে টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা

২৫ জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ