হোম > জাতীয়

আজ পবিত্র আশুরা, হবেনা তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর ‘আশুরা’ অর্থ দশম। মহররম মাসের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সারা বিশ্বের মুসলমানদের কাছে দিনটি যেমন শোকের, তেমনি নানা ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। বিশ্বের আরও অনেক দেশের মতো যথাযথ ভাবগাম্ভীর্য নিয়ে দেশের মুসলমানরা এ দিনটি পালন করবেন। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও ঢাকার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

হিজরি ৬১ সালের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেইন (রা.) শহীদ হয়েছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁর এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। তবে বিয়োগান্ত এ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে এই দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। হজরত মুসা (আ.) নীল নদ পার হয়ে ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন।

আশুরা উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। করোনা সংক্রমণ থেকে নিরাপদে থাকতে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ১৭ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতিপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একই সঙ্গে এ উপলক্ষে তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলেও উল্লেখ করা হয়। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা