Ajker Patrika
হোম > জাতীয়

আজ পবিত্র আশুরা, হবেনা তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ পবিত্র আশুরা, হবেনা তাজিয়া মিছিল

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর ‘আশুরা’ অর্থ দশম। মহররম মাসের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সারা বিশ্বের মুসলমানদের কাছে দিনটি যেমন শোকের, তেমনি নানা ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। বিশ্বের আরও অনেক দেশের মতো যথাযথ ভাবগাম্ভীর্য নিয়ে দেশের মুসলমানরা এ দিনটি পালন করবেন। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও ঢাকার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

হিজরি ৬১ সালের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেইন (রা.) শহীদ হয়েছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁর এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। তবে বিয়োগান্ত এ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে এই দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। হজরত মুসা (আ.) নীল নদ পার হয়ে ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন।

আশুরা উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। করোনা সংক্রমণ থেকে নিরাপদে থাকতে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ১৭ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতিপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একই সঙ্গে এ উপলক্ষে তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলেও উল্লেখ করা হয়। 

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল