Ajker Patrika
হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রকে দায়ী করে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বিবৃতির খবরটি ভুয়া: জয়

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রকে দায়ী করে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বিবৃতির খবরটি ভুয়া: জয়

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিবৃতি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ওই খবরে বলা হয়েছিল—হাসিনা অভিযোগ করেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এমন দাবি করেন জয়।

গতকাল রোববার গভীর রাতে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে হাসিনার ছেলে লিখেছেন, ‘সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি তাঁর কাছে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি।’

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কথিত ওই বিবৃতিতে হাসিনা বলেছিলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম।’

আরও বলা হয়, ‘আমি পদত্যাগ করেছি যেন লাশের মিছিল দেখতে না হয়। তারা ছাত্রদের লাশ নিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তা করতে দেইনি। আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি চাইলে ক্ষমতায় থাকতে পারতাম।’

সেন্ট মার্টিন দ্বীপের আয়তন মাত্র তিন বর্গকিলোমিটার। এটি বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত বাংলাদেশের সর্ব দক্ষিণের অংশ।

কথিত ওই বিবৃতিতে দলের সদস্যদের উদ্দেশে হাসিনা বলেছিলেন, ‘আওয়ামী লীগ সব সময়ই ফিরে এসেছে। আশা হারাবেন না। আমি শিগগিরই ফিরে আসব। আমি হেরেছি, কিন্তু বাংলাদেশের মানুষ জিতেছে, যাদের জন্য আমার বাবা, আমার পরিবার মারা গেছে।’

অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন, তিনি এক ‘শ্বেতাঙ্গ’ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাঁকে বলা হয়—বিমানঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন: ইইউকে ইউনূস

বেওয়ারিশ লাশ যেন আর না থাকে: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন

পরিবেশ উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠক

দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা

১২ কেজির এলপিজির দাম কমে ১৪৫০ টাকা

‘চিকিৎসার অভাবে’ নিহত শিশু মিশকাতের পরিবারকে ২০ লাখ টাকা দিতে রুল

ছুরিকাঘাতে আহত হয়েও ছিনতাইকারী ধরে পদক পেলেন এএসআই মেসবাহ

দুই বাংলাদেশির সংস্থাকে ২৯ মিলিয়ন ডলার দেওয়ার দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

১২৪ অতিরিক্ত পুলিশ সুপারকে পদায়ন