Ajker Patrika
হোম > জাতীয়

নদীর দূষণ-দখল রোধে ডিসিদের নজরদারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নদীর দূষণ-দখল রোধে ডিসিদের নজরদারির নির্দেশ

নদীর নাব্যতা রক্ষা এবং দূষণ ও দখল রোধে জেলা প্রশাসকদের (ডিসি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার পানিসম্পদ, নৌ-পরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘নদীগুলোতে যেন নাব্যতা থাকে, নদী দূষণ এবং দখলের হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমাদের নদী রক্ষার যে জেলা কমিটি তার সভাপতি জেলা প্রশাসক। তারা ইতিমধ্যে অনেক ভূমিকা রাখছেন এবং এগুলো আরও জোরদার করার তাদের বলা হয়েছে।’  

কেউ যাতে অবৈধভাবে বালু তুলতে না পারে, সে বিষয়ে তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নৌপ্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘স্থলবন্দরগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আমাদের স্থলবন্দর যেগুলো আছে, সেখানে পণ্য আমদানি-রপ্তানি হয়। সে জায়গায় কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে না হয়, সে জন্য জেলা প্রশাসনের নজরদারি আছে, তারা রাখছেন। তারপরেও এটা জোরদার করার জন্য আমরা বলেছি।’ 

সাম্প্রতিক সময়ে নৌদুর্ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নে খালিদ মাহমুদ বলেন, ‘নৌখাতে দীর্ঘদিন ধরে একটা অচলায়তন, অনিয়ম হয়ে আসছে। এত বড় একটা সেক্টর, একবারে এখানে পরিবর্তন সম্ভব নয়। আমি প্রথম থেকেই বলে আসছি, নকশায় পরিবর্তন করা দরকার। শুধু কোভিড পরিস্থিতির কারণে নয়, আধুনিক যুগে এটি চলে না, এ জায়গাটায় আমরা নজর দিচ্ছি। আমাদের লক্ষ্য এই সেক্টরকে নিরাপদ করা।’

জেলা প্রশাসক (ডিসি) সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীতে ছিঁচকে চোর বেড়েছে, তা থেকেই মবের ঘটনা ঘটছে: স্বরাষ্ট্রসচিব

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিয়োগের পথ খুলল প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই