হোম > জাতীয়

তফসিলের আগ পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন করা যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে। আজ মঙ্গলবার কমিশনের ২৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার তালিকার সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হওয়া যাবে না। তবে নাগরিকেরা তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য আবেদন করতে পারবে।’ 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারযোগ্য নাগরিকদের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হওয়ার আবেদন করার সুযোগ দিয়েছিল কমিশন। এই সময়ে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করারও সুযোগ ছিল। এখন আর কেউ সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হতে পারবে না। তবে সারা বছরই এনআইডি পাওয়া যাবে। এই সময়ে ৩০ হাজারের মতো নাগরিক তাঁদের ঠিকানা পরিবর্তনের আবেদন করেছে বলে জানা গেছে। 

ইসি জানায়, এখন নতুন করে ভোটারযোগ্য যেসব নাগরিক আবেদন করবেন তাঁরা আপাতত এনআইডি পাবেন। পরে যখন হালনাগাদের কাজ করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় এঁদের নাম যুক্ত হয়ে যাবে। 

ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। এর মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা