হোম > জাতীয়

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৩: ১০

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বুধবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধান সংস্কার কমিশন পুনর্গঠনের প্রজ্ঞাপন এসআরও নম্বর ৩৪-আইন/২০২৪ অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পূর্বঘোষিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কমিশনের কার্যক্রম ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, সংবিধানে প্রয়োজনীয় সংশোধন ও সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে গত ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। ঘোষিত কমিটিকে তিন মাস সময় দেওয়া হয় সংবিধানের বিষয়ে সুপারিশ দিতে। সেই হিসাবে কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি।

সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে রয়েসয়ে এগোবে সরকার

বিদ্রোহ নয়, এটি ছিল কর্মকর্তা হত্যার ষড়যন্ত্র

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগে বৈষম্যবিরোধীরা

পৌরসভা বিলুপ্তির কথা ভাবছে সংস্কার কমিশন