Ajker Patrika
হোম > জাতীয়

সাবেক কর্মচারীর বিরুদ্ধে কানাডায় বাংলাদেশ হাইকমিশনারকে হেনস্তার অভিযোগ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সাবেক কর্মচারীর বিরুদ্ধে কানাডায় বাংলাদেশ হাইকমিশনারকে হেনস্তার অভিযোগ

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমানকে এক পিকনিকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে মিশনেরই এক সাবেক কর্মচারীর বিরুদ্ধে। গত ১৭ জুলাই রাজধানী অটোয়ায় একটি পার্কে এ ঘটনা ঘটেছে বলে ঢাকা ও অটোয়ার একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। 

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালি (বাকাওভ) আয়োজিত পিকনিকে অপ্রীতিকর এ ঘটনাটি ঘটে। হাইকমিশন এ বিষয়ে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অটোয়া পুলিশ অভিযুক্ত সাবেক কর্মচারী ইউসুফ হারুনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

পিকনিক চলাকালে ইউসুফ হারুন তাঁর বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ার জন্য হাইকমিশনারকে দোষারোপ করেন। নিজের বাবা-মা মৃত্যুপথযাত্রী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, হাইকমিশনার তাঁর (হারুনের) পাসপোর্ট আটকে রাখায় তিনি দেশে যেতে পারছেন না। এ অভিযোগ করতে করতে তিনি হাইকমিশনারকে শারীরিকভাবে হেনস্তা করেন। পিকনিকের আয়োজকেরা পুলিশ ডেকে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন। 

হাইকমিশনার পাসপোর্ট আটকে রেখেছেন কি না, জানতে চাইলে হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ইউসুফ হারুন এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মচারী ছিলেন। প্রায় এক দশক আগে তাঁকে অটোয়ায় বদলি করা হয়। আর্থিক অনিয়মের অভিযোগে ২০১৫ সালে তাঁকে ঢাকায় মন্ত্রণালয়ে তলব ও বদলি করা হয়। কিন্তু তিনি দেশে ফিরে না গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চান। সে সময় তিনি কানাডা কর্তৃপক্ষের কাছে তাঁর পাসপোর্ট হস্তান্তর করেন। একপর্যায়ে বাংলাদেশ সরকার চাকরিবিধি অনুযায়ী দেশে ফেরার নির্দেশ না মানায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২০১৯ সালে তিনি তদানীন্তন হাইকমিশনার মিজানুর রহমানের সময় বাংলাদেশের পাসপোর্টের জন্য মিশনে আবেদন করেন। মিশন তাঁর পাসপোর্টের বিষয়টি বিবেচনার জন্য ঢাকায় পাঠায়। ঢাকা থেকে এ বিষয়ে কোনো জবাব আসেনি বলে মিশনের এক কর্মকর্তা দাবি করেন।

বাকাওভ সভাপতি শাহ বাহাউদ্দীন শিশির বলেছেন, বিদেশে এ ধরনের কর্মকাণ্ড নিন্দনীয়। 

দলগুলোর সঙ্গে সংলাপ আগামী সপ্তাহ থেকে

নিরাপত্তা নেই শিশুর, ৮ বছরে ধর্ষণের শিকার প্রায় ৫ হাজার

পুলিশের সহযোগী ফোর্স ঘিরে হয়রানির আশঙ্কা

ঈদযাত্রায় যানজটের শঙ্কা মহাসড়কের ১৫৯ স্থানে

মব জাস্টিস নিয়ে কঠোর অবস্থানে সরকার

এনআইডি স্বরাষ্ট্রকে দেবে না ইসি, সরকারকে চিঠি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেদ্দায় তৌহিদ হোসেনের বৈঠক

ঈদ ঘিরে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন, শতভাগ টিকিট অনলাইনে

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে