Ajker Patrika
হোম > জাতীয়

বেইজিং বিমানবন্দরে ৬ লাখ ডোজ টিকা, ঢাকায় পৌঁছাবে রোববার

নিজস্ব প্রতিবেদক

বেইজিং বিমানবন্দরে ৬ লাখ ডোজ টিকা, ঢাকায় পৌঁছাবে রোববার

ঢাকা: দ্বিতীয় ধাপে উপহারস্বরূপ ছয় লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেওয়ার কথা আগেই ঘোষণা দিয়েছিল চীন সরকার। চীনের দেওয়ায় টিকাগুলো এখন ঢাকার পথে। এরই মধ্যে চীনের বেইজিং বিমানবন্দরে পৌঁছেছে।

ঢাকার চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে নতুন করে যে ছয় লাখ টিকা দেওয়া হবে, সেই টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এরই মধ্যে টিকাগুলো কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং বিমানবন্দরে নেওয়া হয়েছে। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুন এই টিকা দেশে পৌঁছাবে।

এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। এসব টিকা ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত টেকনোলজিস্টদের দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীসহ দুই হাজারের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।

নতুন করে আসতে চলা সিনোফার্মার এই টিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তথ্যমতে, বর্তমানে সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ১১ লাখ ৬৬ হাজার ৮৬৭ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। যদি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরই টিকাকরণের উদ্যোগ নেওয়া হয় তাহলে প্রায় সাড়ে ২৩ লাখ ডোজ টিকার দরকার।

তবে, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন আজকের পত্রিকাকে জানান, যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা আসন্ন, আপতত তারাই কেবল অগ্রাধিকার পাবেন।

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিল সরকার

ভারতের চোখে বাংলাদেশকে দেখা যুক্তরাষ্ট্রের ঠিক হবে না: ড্যানিলোভিচ

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

দেশটা কি কাপুরুষের দেশ হয়ে গেল: ঢামেকে উপদেষ্টা শারমীন

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় দৈনিক মৃত্যু ২০

নারীদের ওপর জঘন্য হামলা উদ্বেগজনক, সুরক্ষায় আইন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

অদম্য নারী: পুরস্কার পেলেন নারী ক্রিকেট দলসহ আরও যারা

বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত