Ajker Patrika
হোম > জাতীয়

ন্যাশনাল ডিফেন্স কলেজে শেষ হলো ‘ক্যাপস্টোন কোর্স’

বিজ্ঞপ্তি

ন্যাশনাল ডিফেন্স কলেজে শেষ হলো ‘ক্যাপস্টোন কোর্স’

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ১৭ দিনব্যাপী চলা ‘ক্যাপস্টোন কোর্স’ শেষ হয়েছে। আজ বুধবার ঢাকা সেনানিবাসের এনডিসি অডিটোরিয়ামে এই কোর্স শেষ হয়। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। 

গত ৭মে শুরু হওয়া ক্যাপস্টোন কোর্সে বিভিন্ন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় মোট ২৭ জন অংশ নেন। 

বিমানবাহিনীর প্রধান সমাপনী বক্তব্যে কোর্সটি সফলভাবে শেষ করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবাইকে আহ্বান জানান। 

এ সময় লেফটেন্যান্ট জেনারেল ম. আকবর হোসেন বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতাদের মধ্যে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ক্যাপস্টোন কোর্স। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণকারীদেরকে অনুরোধ জানাই।’ 

অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি ও স্টাফ অফিসাররা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

খাবার ও পানীয়র মোড়কে উল্লেখ করতে হবে চিনি, লবণ ও ফ্যাটের মাত্রা

গুমের শিকার ৩৩০ জনের ফেরার আশা ক্ষীণ: কমিশন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

স্কুলে ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কোটার আদেশ বাতিল

গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়: কমিশন

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম