হোম > জাতীয়

সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও দক্ষিণ সুদান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ সুদান। বৃহস্পতিবার জুবাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াতরাইস ওয়ানি-নোয়াহ সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই মন্ত্রী সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুদানে পৌঁছানোর পর দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ডেং ডাউ ডেং জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে অভ্যর্থনা জানান। দক্ষিণ সুদানে পৌঁছানোর পর দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন এ কে আবদুল মোমেন। এ সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

বৈঠকে এ কে আবদুল মোমেন বিয়াতরাইস ওয়ানি-নোয়াহকে জানান দক্ষিণ সুদান প্রতিষ্ঠা পাওয়ার পরপরই বাংলাদেশ দেশটিকে স্বীকৃতি দিয়েছে। দুই দেশের কৃষি, শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং কারিগরি প্রশিক্ষণ খাতে একে অপরকে সহযোগিতা করতে পারে। বৈঠকে দুই দেশই খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা কারিগরি প্রশিক্ষণ খাতে একত্রে কাজ করতে একমত হয়েছে।

এ ছাড়া অভিন্ন স্বার্থ এর জন্য ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াতরাইস ওয়ানি-নোয়াহকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আবদুল মোমেন। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন সম্পর্ক নিয়েও দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন এ কে আবদুল মোমেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন তৈরির লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ