Ajker Patrika
হোম > জাতীয়

ভিন্ন জেলায়ও নেওয়া যাবে বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভিন্ন জেলায়ও নেওয়া যাবে বুস্টার ডোজ

একই কেন্দ্রে দুই ডোজ টিকা নিতে গিয়ে অনেককে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এখন বুস্টার ডোজ নিতে গিয়ে তাঁরা নতুন করে জটিলতায় পড়ছেন। যারা দুই ডোজ টিকা নেওয়ার পর কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে দূরবর্তী জেলায় অবস্থান করছেন তাঁরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। 

এই জটিলতা নিরসনেই বুস্টার ডোজ গ্রহণে সেই বাধ্যবাধকতা শিথিল করলো সরকার। এখন ভিন্ন জেলায়ও নেওয়া যাবে বুস্টার ডোজ। 

আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কারণে টিকা গ্রহীতাদের অনেকের পক্ষেই প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার স্থান থেকে বুস্টার ডোজ গ্রহণ করা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে ওই জেলার যেকোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে একই জেলার মধ্যে এ নিয়ম প্রযোজ্য হবে না। 

এ ক্ষেত্রে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ দিতে হবে। কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। যেসব তথ্য হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে করার জন্য অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

গত ২৮ ডিসেম্বর ঢাকার কয়েকটি হাসপাতালে সীমিত পরিসরে করোনা প্রতিরোধে সম্মুখ সারি ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। শুরুতে এতে ফাইজারের টিকা ব্যবহারের কথা জানালেও পরে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকাও ব্যবহার করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সুরক্ষা অ্যাপ হালনাগাদ করায় বর্তমানে গ্রাম পর্যায়েও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে কেন্দ্র জটিলতায় অনেকের বুস্টার ডোজ পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। এবার সে বাধাও তুলে নেওয়া হলো। 

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বলছে, বুস্টার ডোজ পেতে নতুন করে নিবন্ধন করতে হবে না। এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হবে।

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি