হোম > জাতীয়

সামনে ভারতকেই বাংলাদেশের দালালি করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এমনকি উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছে। ফলে ভারতকেই বাংলাদেশের দালালি করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২৩ জুন আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই উল্লেখ করে মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। উন্নয়নের জোয়ারে পাশের ভারতকেও আমরা বিভিন্ন সূচকে পেছনে ফেলেছি। তাই বাংলাদেশ ভারতের দালাল নয়। সামনে উল্টো ভারতকেই আমাদের দালালি করতে হবে।

আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকৃত ইসলামের অনুসারী, উল্লেখ করে মন্ত্রী বলেন, ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করে। তাই তাঁরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাতে বাধা দেন। অথচ অনেক ইসলামি দেশেই ভাস্কর্য আছে। তাঁদের মূল এজেন্ডা হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। এই ষড়যন্ত্রে কিছু বিদেশি এজেন্সিও যুক্ত আছে। এই স্বাধীনতার বিরোধীদের উদ্দেশ্যই হচ্ছে ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করা। তাঁদের এই ষড়যন্ত্র রুখতেই শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার চেতনা গড়ে তোলার মাধ্যমে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা