Ajker Patrika
হোম > জাতীয়

আদেশের পরদিনই ৮ ডিসির নিয়োগ বাতিল

বিশেষ প্রতিনিধি, ঢাকা

আদেশের পরদিনই ৮ ডিসির নিয়োগ বাতিল

সচিবালয়ে নজিরবিহীন হট্টগোলের পরদিন নতুন আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। 

তিনি জানান, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল করা হয়েছে।

উপসচিব পদের এই কর্মকর্তারা হলেন যথাক্রমে—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুফিয়া আক্তার রুমী (লক্ষ্মীপুর), বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান (জয়পুরহাট), বাণিজ্য মন্ত্রণালয়ের ফারহানা ইসলাম (কুষ্টিয়া), জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. মাহবুবুর রহমান (রাজশাহী), বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ মনির হোসেন হাওলাদার (সিরাজগঞ্জ), পানিসম্পদ মন্ত্রণালয়ের মো. মোবাশশেরুল ইসলাম (দিনাজপুর), আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগম (রাজবাড়ী) ও স্বাস্থ্যসেবা বিভাগের মো. আব্দুল আজিজ (শরীয়তপুর)।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩৪ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সঙ্গে এসব জেলায় নতুন ডিসি নিয়োগও দেওয়া হয়।

এর আগের দিন আরও ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের বিষয়ে গতকাল নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

 অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে ডিসি নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা।

এই দাবিতে গতকাল দিনভর তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিবকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন তাঁরা।

এদিকে আজ বুধবার সেই সঙ্গে চার জেলার জেলা প্রশাসকের পদায়ন বদল হয়েছে। টাঙ্গাইল জেলার ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর থেকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই

সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে

লাইসেন্স ছাড়াই ৩৫ হাজার মোটরযান মেরামত কারখানা

সৈয়দ জামিল আহমেদের বিবৃতির উত্তরে যা বলল সংস্কৃতি মন্ত্রণালয়

আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন: অমর্ত্য সেন

বিদ্যুতের অপচয় কমাতে সকলের সহযোগিতা চান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা