সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের স্বর্ণের মুকুটটি চুরি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশে ভারতের হাইকমিশন এ ঘটনার তদন্ত ও মুকুট পুনরুদ্ধার করে অপরাধীদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি।
আজ শুক্রবার বেলা ১১টা ২৮ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। তাদের ভেরিফায়েড অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট ‘ইন্ডিয়া ইন বাংলাদেশ’ থেকে বলা হয়, ‘২০২১ সালে বাংলাদেশ সফরের সময় যশোরেশ্বরী কালীমন্দিরে (সাতক্ষীরা) (ভারতের) প্রধানমন্ত্রী মোদির উপহার দেওয়া মুকুট চুরির প্রতিবেদন দেখেছি।’
ভারতীয় হাইকমিশন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স পোস্টে আরও বলেছে, ‘আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট পুনরুদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি।’ টুইটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়ালকে মেনশন করা হয়েছে।
মন্দিরে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে মুকুট চুরির দৃশ্য ধরা পড়েছে। জিনসের প্যান্ট ও হাফহাতা সাদা টি-শার্ট পরিহিত এক যুবক মন্দিরে প্রবেশ করেন। মুহূর্তের মধ্যে কালক্ষেপণ না করে কালী প্রতিমার পেছন থেকে মুকুট খুলে টি-শার্টের মধ্যে ঢুকিয়ে বের হয়ে যেতে দেখা যায়।
এর আগে, ২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী মন্দিরে পূজা দিতে আসেন। এ সময় তিনি উপহার হিসেবে নিজ হাতে মূল্যবান ওই সোনার মুকুট কালী প্রতিমার মাথায় পরিয়ে দেন।