Ajker Patrika
হোম > জাতীয়

ইভিএমের গ্রহণযোগ্যতা আগেও ছিল না, এখনো নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইভিএমের গ্রহণযোগ্যতা আগেও ছিল না, এখনো নেই

‘ইভিএমের গ্রহণযোগ্যতা আগেও ছিল না, এখনো নেই। এর গ্যারান্টি কি যে একটাতে ভোট দিলে আরেকটাতে যাবে না! সমস্ত ভোট ইভিএমে করবেন, ওই ধান্দা ছেড়ে দেন।’ আজ বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার বেলা ১১টায় ডিআরইউ মিলনায়তনে ‘গুম হওয়া পরিবারের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক প্রতিবাদ সভার আয়োজন করে নাগরিক ঐক্য। 

সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভোট তো হবেই। কিন্তু ওদের নেতৃত্বে ওরা ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হবে না। সকল বিরোধী দলকে বলছি, এই কায়দায় যদি ভোট করতে চায়, তাহলে তাদের রোধ করতে হবে। সকল বিরোধী দল এই ভোটকে অস্বীকার করছে—এই মর্মে তখন ভোট হবে না।’ 

গুম হওয়া ব্যক্তিরা হারিয়ে যায়নি বা কোনো কারণে দূরে সরে যায়নি; সরকারের রোষানলে পড়ে তাদের হারিয়ে যেতে হয়েছে বলে দাবি করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমরা জানতেও পারি না মানুষটা বেঁচে আছে, নাকি মরে গেছে। এ দেশে প্রশাসন নেই, বিচার নেই, শাসন নেই। আইন-শৃঙ্খলা বাহিনীও এসবের দায়ভার নিতে চায় না। ওরা ক্ষমতায় থাকা অবস্থায় যদি গুমের সঠিক তদন্ত না করে, তাদের খুঁজে বের না করতে পারে, তাহলে আমরা যেদিন ক্ষমতায় যাব, সেদিন প্রত্যেককে খুঁজে বের করব।’ 

রাষ্ট্রপতির সার্চ কমিটিকে ‘রক্ষীবাহিনী’ উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এখন আবার নতুন করে আইন পাস করা হচ্ছে। তা মন্ত্রিসভায়ও পাস হয়ে গেছে। এটা সম্পর্কে না সাধারণ মানুষ জানে, না সংসদ সদস্যরা জানেন!’ 

গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘র‍্যাব-পুলিশ এই গুমের সঙ্গে যুক্ত। এ দেশে তাদের বিচার করা যাবে না। আমাদের কোনো বিচারকও এসব ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। হত্যাকাণ্ড নিয়ে কথা বলে না। গত ১৩ বছর ধরে এই মাফিয়া সরকার যে অপশাসন ও দুঃশাসন চালিয়ে আসছে, তার অবসান করতে হবে।’ 

গুম হওয়ার পর জিডি করতে গেলে পুলিশ জিডি নেয় না দাবি করেন  ‘মায়ের ডাক’ সংগঠনের প্রধান আফরোজা আক্তার। তিনি বলেন, ‘জিডি নিলেও সেখানে লিখতে হয় নির্দিষ্ট ব্যক্তি হারিয়ে গেছে বা তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী যে ওই ব্যক্তিকে তুলে নিয়ে গেছে, এটা কখনোই লেখা হয় না বা পুলিশ লেখে না। লিখতে বললে তারা বলে—এমন জিডি করা যাবে না।’

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল নিবন্ধনের আবেদন চায় ইসি

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা বাড়ছে

১৫ রোজার মধ্যে সড়কের সংস্কারকাজ শেষ করার নির্দেশ সড়ক উপদেষ্টার

মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাই কোর্টের

পলিটেকনিকের শিক্ষকের ২০ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

কুয়েতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

দুই পানি শোধনাগার প্রকল্প ১০ বছর ধরে আটকা, প্রধান উপদেষ্টার বিস্ময়

ধর্ষণ মামলা ১৫ দিনে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে: আইন উপদেষ্টা