Ajker Patrika
হোম > জাতীয়

প্রধান বিচারপতির পদত্যাগের বিষয় তাঁর ওপরই ছেড়ে দিলেন আইন উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতির পদত্যাগের বিষয় তাঁর ওপরই ছেড়ে দিলেন আইন উপদেষ্টা 

প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাঁদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন। আজ শনিবার সকালে সচিবালয় সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবী ও শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত দিন হবে, এ প্রসঙ্গে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে, যত দ্রুত সম্ভব নির্বাচন করা। আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারা দেশের সংস্কার। এ দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যত দিন থাকা দরকার হবে, অন্তর্বর্তীকালীন সরকার তত দিন দায়িত্ব পালন করবে।

সাইবার সিকিউরিটি আইন থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা জানান, এ আইনের শিকার তিনি নিজেও হয়েছেন। খারাপ আইনগুলো সংস্কার করা হবে বলেও জানান তিনি।

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার