কঠোর বিধিনিষেধ বহাল রেখেই ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় হেঁটে চরম ভোগান্তি নিয়ে ঢাকা ফিরছেন লাখো মানুষ। নিরূপায়, বিক্ষুব্ধ মানুষ যে যেভাবে পারছেন, সময়মতো কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। কে শোনাবে তাঁদের স্বাস্থ্যবিধির কথা!
আজ শনিবার রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার ও গাবতলীতে ঢাকা ফেরা মানুষের ঢল দেখা গেছে। করোনা প্রতিরোধে বিধিনিষেধ অমান্য করেই চাকরি বাঁচাতে তাঁরা কর্মস্থলে ফিরছেন বলে জানিয়েছেন। রাজধানী ছেড়ে সাভারের পথেও হাঁটা ধরেছেন অনেক শ্রমিক।
কর্মস্থলে ফেরা শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোগান্তি নয়, অত্যাচারিত হচ্ছি। গণপরিবহন ছাড়া সব যানবাহনই রাস্তায় দেখা যাচ্ছে। সাভারে যেতে যেখানে ৬০ টাকা ভাড়া হওয়ার কথা, সেখানে ৫০০ টাকা ভাড়া চাচ্ছে।’
গণপরিবহন বন্ধ থাকায় উত্তরবঙ্গ ও ঢাকার আশপাশের জেলা হয়ে যাঁরা আসছেন, তাঁরা মূলত ভেঙে ভেঙে রিকশা ও ভ্যানে চড়ে আসছেন। এতে তাঁদের গুনতে হচ্ছে ৩ থেকে ৪ গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া।