Ajker Patrika
হোম > জাতীয়

ইউএইর মালবাহী জাহাজ ছিনতাইয়ের নিন্দা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউএইর মালবাহী জাহাজ ছিনতাইয়ের নিন্দা বাংলাদেশের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মালবাহী জাহাজ ছিনতাইয়ের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ জানুয়ারি ইউএইর জাহাজ ‘রাওয়াবি’ আটক করে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা। জাহাজটিতে চিকিৎসা সরঞ্জাম ছিল বলে দাবি ইউএইর। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের একটি মাঠপর্যায়ের হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম বহন করছিল জাহাজটি। ইয়েমেনের যুদ্ধ সংশ্লিষ্ট এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত এ জাহাজে হামলা মানবিক কাজে বাধা দেওয়ার সমান, যা আন্তর্জাতিক মূল্যবোধের পরিপন্থী।

বিবৃতিতে দ্রুততম সময়ে মধ্যে অপরাধীদের জাহাজ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় বাংলাদেশ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, হুতি বিদ্রোহীদের দাবি—জাহাজটিতে প্রচুর সামরিক সরঞ্জাম রয়েছে। এ নিয়ে টুইটারে দেওয়া এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই ইয়েমেনের জলসীমায় প্রবেশ করে ওই জাহাজ। পরে এটিকে হুদেইদাহ বন্দর থেকে আটক করা হয়।

জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ফলকার তুর্ক

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদক পেলেন সেনাপ্রধান

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন হচ্ছে: শ্রম উপদেষ্টা

এবার স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু