হোম > জাতীয়

যাত্রাবাড়ী হত্যাকাণ্ড: অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯: ২৩
পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার আপেল উদ্দিন (বরিশাল রেঞ্জ পুলিশে কার্যালয়ে সংযুক্ত) রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা মামলায় গত ১৩ নভেম্বর গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁকে আদালতে পাঠানো হয়। আলেপ উদ্দিন ২০১৮ সালের সরকারি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৩ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল চেয়ে ইসির চিঠি

সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার

৪৫০ কোটি টাকা পাচার: শামীম ওসমান ও নানকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা

সেন্ট মার্টিনে নৌবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে: আইএসপিআর

সেকশন