নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০ জন মারা গেছেন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় ৫ হাজার রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন এবং চট্টগ্রামে একজন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১২ জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪ জন, চট্টগ্রাম সিটির বাইরে ৩৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২১ জন, ঢাকা সিটির বাইরে ১২ জন, বরিশালে ৬ জন, খুলনায় চারজন এবং রাজশাহীতে দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৭৮ জন। এসব রোগীর মধ্যে ৩৯ দশমিক ৩ শতাংশ নারী ও ৬০ দশমিক ৭ শতাংশ পুরুষ।