হোম > জাতীয়

চলতি মাসে ডেঙ্গু রোগী হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। চলতি মাসে ডেঙ্গু রোগী হাজাল ছাড়ল। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৫ জন। আগেরদিন ছিল ৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৪ দিনে এক হাজার ৫৭ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাইতে গড়ে দৈনিক ৪৪ জনের বেশি রোগী ভর্তি হন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ৫৯ জন এবং বাইরে ৬ জন। আগেরদিন মোট শনাক্ত ছিল ৬৭ জন। এদের মধ্যে ঢাকায় ৬৩ জন এবং বাইরে ছিল ৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯৯ জন। আগেরদিন ছিল ৩১৯ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩৫ জন এবং বাইরে ৬৫। আগেরদিন ভর্তি ছিল ২৬১ জন এবং বাইরে ছিল ৫৮ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার ২৪ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন দুই হাজার ১৪৬ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় এক হাজার ৮৩৭ জন এবং বাইরে ৩০৯ জন। মোট রোগী ছাড়পত্র নিয়েছে এক হাজার ৮৪১ জন। ঢাকায় ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৫৯৯ জন এবং বাইরে ২৪২ জন। মোট মৃত্যু হয়েছে ৬ জনের। এদের মধ্যে চলতি মাসে পাঁচজন ও গত মাসে ছিল একজন। 

কীটতত্ত্ববিদদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে। 

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা